ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

প্রকাশিত: ১৫:১২, ২২ মে ২০২২

টঙ্গী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

কাপড়ে ব্যবহৃত রঙ ফুড গ্রেড বলে বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা এবং বিদেশি ওষুধ অবৈধভাবে বিক্রির উদ্দেশে সংরক্ষণের অপরাধে মোট ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি।
রবিবার গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানটি পরিচালনা করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এবং মো. হাসানুজ্জামান।
অভিযান পরিচালনাকালে কাপড়ে ব্যবহৃত রঙ ফুড গ্রেড বলে বিক্রি করার অপরাধে মা জেনারেল স্টোরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ৯ কেজি কাপড়ে ব্যবহৃত রঙ জব্দ করা হয়। একই এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে রিমন এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

গাজীপুর কথা