ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ১৪:০৩, ২১ মে ২০২২

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের ছয়দানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

আজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানের নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান। এসময় অবৈধ গ্যাস সংযোগে সহায়তা ও ব্যবহারের অভিযোগে দুই জনকে আটক ও দুইশ' অবৈধ চুলা ও সরঞ্জাম জব্দ করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাজীপুর জোনের ব্যবস্থাপক নৃপেন্দ নাথ বিশ্বাস জানান, ছয়দানা ও ডেগেরচালা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে দুজনকে আটক করা হয়। এছাড়া অভিযানে ১০টি পয়েন্ট থেকে দুইশ’ গ্যাসের চুলা, পাইপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাজীপুর কথা