ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান, জরিমানা

প্রকাশিত: ১৬:৫২, ১৫ মে ২০২২

কাপাসিয়ায় অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান, জরিমানা

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, গাজীপুর ও পরিবেশ অধিদপ্তর, গাজীপুর। ১৫ মে রবিবার এই অভিযান চালানো হয়।
অভিযানে ০২ টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ইটভাটাগুলোর মধ্যে তরগাঁও এলাকার মেসার্স বিকেবি ব্রিকস কে ৩০ হাজার টাকা এবং মেসার্স আরবিএম ব্রিক্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এস্কেভেটর মেশিন দিয়ে ভেঙ্গে ইটভাটাদুইটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

গাজীপুর কথা