ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে ওয়ালটনের ৪২৬তম প্লাজা উদ্বোধন

প্রকাশিত: ০৯:০০, ১৩ মে ২০২২

গাজীপুরে ওয়ালটনের ৪২৬তম প্লাজা উদ্বোধন

গাজীপুর শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় যাত্রা শুরু করলো দেশের ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স পণ্যের জায়ান্ট প্রতিষ্ঠান ওয়ালটন পণ্যের শো-রুম ‘ওয়ালটন প্লাজা’।

শুক্রবার (১৩ মে) সকাল ১১টায় জৈনা বাজার আরকে সিরামিক এলাকা সংলগ্ন ওয়ালটন প্লাজার বর্ণাঢ্য উদ্বোধন হয়।

ওয়ালটন ডিভিশন-৪ এর আওতাধীন গাজীপুর ইস্ট এরিয়ার নতুন ওয়ালটন প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ওয়ালটন প্লাজার ডিসিইও আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থানার মো. মনিরুজ্জামান, ডিভিশন-৪ এর চিফ ডিভিশনাল অফিসার ওয়াহিদুজ্জামান তানভীর, গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাতব্বর, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার শাহানুর আলম।

ওয়ালটন গ্রুপের ওয়ালটন প্লাজার হেড অব সেলস আবুল কালাম আজাদ রাইজিংবিডিকে জানান, ওয়ালটন বর্তমানে বাংলাদেশের এক নম্বর ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড। দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনে বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য বিশেষ করে, ফ্রিজ, এলইডি টেলিাভিশন, মোবাইল ফোন, এয়ার কন্ডিশনার, ল্যাপটপ, ওয়াশিং মেশিনসহ হোম অ্যাপ্লায়েন্স পণ্য সব শ্রেণির মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে   ওয়ালটনের নিজস্ব শো-রুম ৪২৬তম প্লাজা যাত্রা শুরু করেছে। নতুন এই প্লাজা থেকে মানুষ সহজ শর্তে, ন্যূনতম ডাউন পেমেন্টে কিস্তিতে এবং নগদে ওয়ালটন পণ্য কিনতে পারবেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার রাহিম ফেরদৌস, জামিল হোসেন, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার জাকির হোসাইন, মোবাইল মনিটরিং মোরশেদ তালুকদার, গাজীপুর ইস্ট এড়িয়ার সব ম্যানেজার, এপিও-১ তারেক রহমান ভূইয়াসহ ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ। 

গাজীপুর কথা