ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

তেল মজুদ করায় গাজীপুর জেলা প্রশাসনের অভিযান, জরিমানা

প্রকাশিত: ১৩:৫৯, ১২ মে ২০২২

তেল মজুদ করায় গাজীপুর জেলা প্রশাসনের অভিযান, জরিমানা

গাজীপুরে বোতলজাত সয়াবিন তেল মজুদ রেখে বেশি দামে বিক্রির অপরাধে আজও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে। বৃহস্পতিবার (১২ মে) বিকেলে নগরীর কোনাবাড়ী বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তেল মজুদের অপরাধে রেখা রানী ট্রেডার্সের মালিক পূর্ন সাহাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জব্দকৃত ৫ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। সংকটের বাজারে তেল পেয়ে খুশি স্থানীয়রা। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান জানান, কৃত্রিম সংকট তৈরি করে অতি মুনাফার চেষ্টা করেছিলো দোকানী। হাতেনাতে ধরে তাকে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। 
এর আগে গতকালও জয়দেবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

গাজীপুর কথা