ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সাবজেক্ট পড়াশোনা, অবজেক্ট ছাত্রলীগ!

প্রকাশিত: ১৩:৩৬, ২৯ এপ্রিল ২০২২

সাবজেক্ট পড়াশোনা, অবজেক্ট ছাত্রলীগ!

লেখাপড়ার পাশাপাশি ছাত্রলীগ করবে। পড়াশোনা করতে হবে,জানতে হবে বঙ্গবন্ধুর রাজনৈতিক ত্যাগ। এরপর বাবা-মায়ের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ সাবজেক্ট লেখাপড়া,অবজেক্ট হবে ছাত্রলীগ করা। গাজীপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। 
বৃহস্পতিবার দিবাগত রাতে নবঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক শুভেচ্ছা বিনিময় করতে যান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের বাসভবনে। সেখানে উপস্থিত ছাত্র নেতাদের উদ্দেশে সাবেক এই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন-তোমরাই বিসিএস দিবে, সর্বক্ষেত্রে ভালো করবে। তাহলেই আমাদের আদর্শের সেনারা বিভিন্ন ডিপার্টমেন্টে জায়গা করে নিবে। কোন চাঁদাবাজ, সন্ত্রাসের জায়গা নেই শেখ হাসিনার দলে। সুতরাং সবাই সাবধান হয়ে মাঠে কাজ করবে। এ সময় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবির হিমু,আওয়ামী লীগ নেতা আমীর হামজাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্র দলের নানা কর্মকাণ্ড নিয়েও এমপি সমালোচনা করেন। মুজিব আদর্শে বঙ্গবন্ধু কন্যার হাত শক্তিশালী করতে মাঠে সবাইকে শর্তক থাকতে আহ্বান জানান। সংক্ষিপ্ত বৈঠকে নবাগত সাধারণ সম্পাদক নাছির মোড়ল বলেন, সন্ত্রাস মুক্ত ছাত্রলীগ গড়ার প্রত্যয়ে আপনার (ইকবাল হোসেন সবুজ) নির্দেশনায় গাজীপুরে কাজ করবো। কোন বিতর্কিত লোকের পিছনে রাজনীতি করবো না। একই কন্ঠে সভাপতি সুলতান সিরাজুল ইসলামও বলেন, মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন আপনি ( ইকবাল হোসেন সবুজ)। শিক্ষাঙ্গনে সন্ত্রাস থাকবে না, মাদকমুক্ত সমাজ বির্নিমাণে আমরা কাজ করবো। ছাত্রলীগের সোনালি অর্জন ইকবাল হোসেন সবুজ। আশা করি আমাদের সকল কষ্ট ভাগাভাগি করে নিবেন। যে নেতা বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে রাজনীতি করে, সেই নেতার সঙ্গেই আমরা গাজীপুর ছাত্রলীগ থাকবো।। আমরা পঞ্চাশ পয়সা ছাড়া নেতা হয়েছি-চাই কোন মোড়ল, সরকার না হয়েও ত্যাগীরা নেতৃত্বে আসুক। পরে এমপি নবাগত ছাত্রলীগ নেতাদের মিষ্টি খাওয়ান। 

গাজীপুর কথা