ঢাকা,  বৃহস্পতিবার  ১৮ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় খাদ্য সামগ্রী ও ঈদ পোশাক বিতরণ

প্রকাশিত: ১৩:৩৪, ২৫ এপ্রিল ২০২২

কাপাসিয়ায় খাদ্য সামগ্রী ও ঈদ পোশাক বিতরণ

গাজীপুরের কাপাসিয়ার টোকে রোটারী ক্লাব অব গাজীপুর এবং শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার (এসএসডাব্লিউ) ফাউন্ডেশনের সহায়তায় ঈদ খাদ্য সামগ্রী ও ঈদ পোশাক বিতরণ করা হয়েছে। ‌
শনিবার (২৩ এপ্রিল, ২১ রমজান) বিকেলে টোক সংবাদপত্র পাঠক ও ইলেকট্রনিকস মিডিয়া নিউজ শ্রোতা ফোরামের কার্যালয় ও পাঠাগার প্রাঙ্গণে ( মানব উন্নয়ন চত্বর, ডুমদিয়া উত্তরপাড়া) ফোরামের সভাপতি মোহাম্মদ মনজুরুল হক গাজীর সভাপতিত্বে ঈদ খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও  রোটারি ক্লাব অব গাজীপুরের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মো.আমানত হোসেন খান। একই সাথে ডুমদিয়া মিয়া হোসেন বাড়ি জামে মসজিদের আয়োজনে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক জ্ঞানসভা এবং টোক সংবাদপত্র পাঠক ও ইলেকট্রনিকস মিডিয়া নিউজ শ্রোতা ফোরাম- পাঠাগারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলহাজ্ব রেজাউল হক মহিলা কলেজ ঘাগটিয়া-চালার অধ্যক্ষ মো.নজরুল ইসলাম, শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  নির্বাহী সদস্য মোহাম্মদ আসাদ মাস্টার, টোক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  মো.আমান উল্লাহ, স্থানীয় মেম্বার মো. সুলতান উদ্দিন, মসজিদের সভাপতি মো.আব্দুল বারী, আরাফাহ ইসলামী ব্যাংক- টোক আউটলেট শাখার এজেন্ট মো.নাঈম হোসেন অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং অতিথিবৃন্দ পাঠক ফোরাম- পাঠাগার কমিউনিটি এলাকার অসচ্ছল ব্যক্তিবর্গ
ও ডুমদিয়া হোসেন বাড়ি জামে মসজিদ সমাজের আর্থিকভাবে অসচ্ছল সদস্যদের হাতে এসব ঈদ খাদ্যসামগ্রী ও পোশাক তুলে দেন।
মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন মসজিদের খতিব মাওলানা মো. মাহফুজুর রশিদ, সুবক্তা মাওলানা মো.লুৎফুর রহমান, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মো.আবু বকর সিদ্দিক। ইফতার মাহফিলে অতিথিদের সাথে এলাকার সর্বসাধারণ অংশগ্রহণ করেন।

গাজীপুর কথা