ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় টাকা ও জিনিসপত্র নিয়ে পলাতক প্রবাসীর স্ত্রী

প্রকাশিত: ১৪:১৪, ২৩ এপ্রিল ২০২২

কাপাসিয়ায় টাকা ও জিনিসপত্র নিয়ে পলাতক প্রবাসীর স্ত্রী

কাপাসিয়া উপজেলার পেওরাইট গ্রামের প্রবাসী শফিকুল ইসলাম স্ত্রী ফারজানা ইয়াসমিন টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালাতক রয়েছে। 
গত ১৪ এপ্রিল এ ব্যাপারে ভাসুর মো. হারুন আর রশিদ বাদী হয় সাধারণ ডায়েরি করেছেন ( ডায়েরি নং ৬১৫)।
কাপাসিয়া থানার এএসআই গিয়াস এ তথ্য নিশ্চিত করেন। পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, একই উপজেলার রায়েদ গ্রামের হাবিবুর রহমান স্বপনের মেয়ে ফারজানার সাথে ২০১৩ সালে পারিবারিকভাবে বিবাহ হয় প্রবাসী শফিকুলের। বিয়ের পর থেকে পড়াশোনা কথা বলে রায়েদ গ্রামে বাপের বাড়িতে আবস্থান করছিলো ওই ফারজানা। সমস্যা কথা শুনে শশুর বাড়ির লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন ফারজানা শ্রীপুর উপজেলার এক যুবকের সাথে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়।
শফিকুল ইসলামের মা নূর জাহান জানান, আমাদের বৌ মা ফারজানা নগদ ৭ লাখ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ১১ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে।
প্রবাসী শফিকুল ইসলাম জানান, আমি আমার জীবনের সকল আয় ইনকাম আমার স্ত্রী কাছে পাঠিয়েছি, এরকম দুঃসংবাদ শুনে আমি অসুস্থ হয়ে পড়ি।
নাম প্রকাশের অনিচ্ছুক রায়েদ গ্রামের এক প্রতিবেশী নারী জানান, ফারজানা প্রথম স্বামীকে তালাক দিয়ে গোপনে আরেকটি বিয়ে করেছে। 
এ ব্যাপারে ফারজানার মোবাইল (০১৯৮৮৭৯০৭৬৯) নাম্বারে যোগাযোগ করলে কল রিসিভ করেনি।

গাজীপুর কথা