ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় সেতুর সংযোগ সড়ক তৈরি না করায় ভোগান্তি

প্রকাশিত: ১৪:৩৭, ১৭ এপ্রিল ২০২২

কাপাসিয়ায় সেতুর সংযোগ সড়ক তৈরি না করায় ভোগান্তি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের পাবুর ও বরুণ গ্রামের হেওলার খালের উপর সেতু থাকলেও নেই সংযোগ সড়ক। এতে ভোগান্তি পোহাচ্ছেন সেতুর দুই পারের মানুষ।
জানা গেছে, গাজীপুর সেচ বিভাগ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) আওতায় ২০২০ ও ২১ অর্থবছরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নওশাদ এন্টারপ্রাইজের মাধ্যমে গত বছর এপ্রিলের সেতুটির নির্মাণ কাজ শুরু করে। একই বছরের মে মাসে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। নির্মাণের প্রায় বছরখানেক হয়ে গেলেও এখনো সেতুটির সংযোগ সড়ক তৈরি করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বিদ্যুতের খুঁটি সরানোর অজুহাতে সেতুর সংযোগ সড়ক তৈরি না করায় ভোগান্তি পোহাতে হচ্ছে দুই পারের মানুষদের।
নাজিমউদ্দিন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সেতুটির সঙ্গে সংযোগ সড়ক না থাকায় ভোগান্তির শেষ নেই। কোনো যানবাহন নিয়ে চলাচল করা যায় না। এলাকাটি সন্দীপের মতো মনে হয়।’
বরুন গ্রামের শফিকুল ইসলাম বলেন, ‘সেতুটির পূর্বপাশ ঘেঁষে মসজিদ কিন্তু সংযোগ সড়ক না থাকায় ৩০ গজ পশ্চিম পাড়ের মানুষ এ মসজিদে এসে নামাজ পড়তে পারেন না।’
রাশেদা বেগম নামে এক গৃহবধূ বলেন, ‘সেতু আছে কিন্তু সেতু দিয়ে চলাচল করার কোনো মাধ্যম না থাকায় ভোগান্তির শেষ নেই।’
এ ব্যাপারে উপজেলা উপসহকারী প্রকৌশলী ইফতেখার আলম বলেন, ‘সেতুর সংযোগস্থলে দীর্ঘদিন ধরে বিদ্যুতিক খুঁটি না সরানোর কারণে সেতুটির সঙ্গে সড়ক সংযোগ দিতে পারিনি। বৈদ্যুতিক খুঁটি সরাতে কি পরিমাণ খরচ লাগবে, তা জানালে ঠিকাদার সেই টাকা জমা দিয়ে খুঁটি সরানোর ব্যবস্থা করবেন। তবে অচিরেই খুঁটি সরিয়ে সেতুর সঙ্গে রাস্তার সংযোগ দেওয়া হবে।’

গাজীপুর কথা