ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ০৪:১৭, ১৩ এপ্রিল ২০২২

কাপাসিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিনামূল্যে বীজ ও সার বিতরণ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর-৪, কাপাসিয়া আসনের সাংসদ সিমিন হোসেন রিমি বলেন, কৃষি একটি সম্মানজনক পেশা ও এ পেশায় শিক্ষিত যুবকদের আসতে হবে। সেই সাথে কৃষদের তিল ফসল চাষ করতে পরামর্শ দেন এবং তিনি মাটির স্বাস্থ রক্ষায় জৈব্য সার ব্যবহারের পরামর্শ প্রদান করেন। ২০২১-২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউস ফসলের উতপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
প্রতি জন কৃষক ১ বিঘা জমির জন্য বিনামূল্যে ৫ কেজি উপশী আউস ধান বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
সেই সাথে টোক ইউনিয়নের বীর উজলী কৃষক মো. মইনুদ্দিন অর্ধেক ভর্তুকি মূল্যের একটি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে সূচনা বক্তব্যে রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ শাকিল আহমেদ।

গাজীপুর কথা