ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে বাজারঘুরে সর্তকতা জারি করলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ১৩:৪১, ৩ এপ্রিল ২০২২

গাজীপুরে বাজারঘুরে সর্তকতা জারি করলেন জেলা প্রশাসক

গাজীপুরে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে  বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। রোববার(০৩ মার্চ) বিকেলে মহানগরের জয়দেবপুর বাজারে গিয়ে দ্রব্যমূল্য সম্পর্কে খোঁজখবর নেন আনিসুর রহমান। এ সময় তিনি ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য যাচাই করে দেখেন এবং বাজার ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। বাজারের তেল,বিভিন্ন কাঁচামালের দোকান, ফল ও সবজির দোকান পরিদর্শন করেন। এসময় তিনি তেলের পাইকারি ক্রয় মূল্য কত এবং বর্তমানে বাজারে বিক্রয় মূল্য কত এসব দেখে যাচাই করেন এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রি না করতে ব্যবসায়ী নেতা ও ব্যবসায়ীদের নির্দেশ দেন।

এছাড়াও তিনি পেঁয়াজ এবং রমজান মাসে নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যদ্রব্যের দোকান পরিদর্শনে গিয়ে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যাচাই করে দেখেন। এসময় তিনি সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন। এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) আবুল কালাম, জেলা মার্কেটিং অফিসার প্রমুখ।

গাজীপুর কথা