ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে শেষ হলো দেশের দ্বিতীয় বৃহত্তর লালন উৎসব

প্রকাশিত: ১০:০৮, ১৭ মার্চ ২০২২

গাজীপুরে শেষ হলো দেশের দ্বিতীয় বৃহত্তর লালন উৎসব

দেশের দ্বিতীয় বৃহত্তর লালন স্মরণ উৎসব হয়ে গেল গাজীপুরে। ৩ দিনব্যাপী অনুষ্ঠানে সাঁইজির গান, জীবন আদর্শ নিয়ে হয় আলোচনা।অসম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে, লালন ও সাধুসঙ্গ ধ্যানচর্চাই তাদের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
এই আয়োজন সুর-সাধনার। সোনার মানুষ হওয়ার। ফকির লালন সাঁইজির জীবনকর্ম অনুসরণ করার। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে ধর্ম, বর্ণ, লিঙ্গের ঊর্ধ্বে মানবতাবাদী হওয়ার। কখনো সাঁইজির সৃষ্টিকর্ম আবার কখনো তার মানবপ্রেম নিয়ে আলোচনা করছেন অনুসারীরা। এ যেন গান, ছন্দে সুপথে চলার আহ্বান।
গাজীপুরের শ্রীপুরে সাধুর বাজারে প্রতিবছর বসে এমন আয়োজন। গত সোমবার (১৪ মার্চ) মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় তিন দিনের লালন স্মরণ উৎসব ও মেলা। প্রথম দিনেই লালন অনুসারী ফকির খালেক শাঁইর লেখা, পথিক যাচ্ছ কোথায়? গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরে, প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে লালনের দীর্ঘ মানবজীবন তুলে ধরেন ফকির খালেক সাঁই।
বছর ঘুরে আবারও লালন স্মরণ উৎসব উপলক্ষে মেলায় ফকির, ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখর সাধুর বাজার। উৎসবে আসা ভক্তদের লালনের জীবন আদর্শ ধারণ করাই উদ্দেশ্য বলে জানান।
এদিকে দর্শনার্থীদের জন্য নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা।
লালন কর্ম মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে অসম্প্রদায়িক চেতনা ও শান্তি প্রতিষ্ঠাই মূল লক্ষ্য বলে জানান আয়োজক।
১০ বছর ধরে লালন অনুসারী স্থানীয় সাধক খালেক সাঁইজি ও লালন ভক্তদের উদ্যোগে চলছে এ আয়োজন।

গাজীপুর কথা