ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় হাইস্কুলের হিন্দু ধর্মীয় শিক্ষক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

প্রকাশিত: ১৫:১১, ২৬ ফেব্রুয়ারি ২০২২

কাপাসিয়ায় হাইস্কুলের হিন্দু ধর্মীয় শিক্ষক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

জেলার কাপাসিয়ায় হাইস্কুলের হিন্দু ধর্মীয় শিক্ষক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কামারগাঁও জামে মসজিদের ইমামের হাতে কলেমা পাঠের মধ্য দিয়ে তার এ ধর্ম পরিবর্তন ঘটেছে।
ওই শিক্ষকের নাম, লিটন চন্দ্র বর্মণ। তিনি কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া চালা হাইস্কুলের হিন্দু ধর্মীয় শিক্ষক। তার বাড়ি উপজেলার কামারগাঁও গ্রামে।
ইসলাম ধর্মের মূল বিশ্বাসকে ধারণ করে রাতে তিনি কামারগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা বজলুল হকের কাছে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হন। এ সময় তার লিটন চন্দ্র বর্মণ নাম পাল্টে রাখা হয় আব্দুল্লাহ। তিনি কোর্টে গিয়ে এর এভিডেভিডও সম্পন্ন করেছেন।
ঘাগুটিয়া চালা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  এ,কে এম ফজলুল হক খবরটি নিশ্চিত করে জানান, তিনিসহ স্কুলের অন্যান্য শিক্ষকরাও বিষয়টি অবগত আছেন। সেখানে উপস্থিত শিক্ষকরা জানান, নওমুসলিম তাদের সহযোগী একজন ভাল মানুষ হিসেবে পরিচিত। একজন মানুষের যতগুলো মানবিক গুণ থাকে তার অধিকাংশই আছে তার।
নওমুসলিম আব্দুল্লাহ জানান, আমি সব জেনে বুঝেই সিদ্ধান্ত নিয়েছি, আমার ধর্ম এখন শান্তির ধর্ম ইসলাম। আমি দেশবাসীর কাছে দোয়া চাই।

গাজীপুর কথা