ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যু: কারণ জানতে বৈঠকে বিশেষজ্ঞ দল

প্রকাশিত: ০৭:৩৫, ২৫ জানুয়ারি ২০২২

সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যু: কারণ জানতে বৈঠকে বিশেষজ্ঞ দল

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৯ জেব্রার রহস্যজনক মৃত্যুর কারণ জানতে বৈঠকে বসছে বিশেষজ্ঞ দল।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর ২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত ২ জানুয়ারি থেকে সোমবার (২৪ জানুয়ারি) পর্যন্ত পার্কে ৯ জেব্রার মৃত্যু হয়। তবে নেতিবাচক পরিস্থিতির কথা ভেবে পার্ক কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ করেনি।

জানা গেছে, জেব্রার মৃত্যুর পর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে ময়নাতদন্ত হয়। পরে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের নমুনা ঢাকার মান নিয়ন্ত্রণ গবেষণাগার ও ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে পাঠানো হয়েছিল। ইতিমধ্যে সেসব রিপোর্ট হাতে পেয়েছে পার্ক কর্তৃপক্ষ। বৈঠকে সেসব রিপোর্টের আলোকে মৃত্যুর কারণ জানাবেন বিশেষজ্ঞরা।

সাফারি পার্কের বিশাল এলাকাজুড়ে জেব্রার বসতি। জেব্রার চারণভূমিতে রয়েছে কৃত্রিম লেক ও চারণ ভূমি। উন্মুক্ত অবস্থায় জেব্রার সঙ্গে অন্যান্য প্রাণিরও বিচরণ রয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, হঠাৎ করে জেব্রার মৃত্যু খুবই কষ্টকর। নিজের হাতে লালন-পালনের পর চোখের সামনেই মৃত্যু দেখতে হলো।

সাফারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির বলেন, হঠাৎ করেই জেব্রাগুলো অসুস্থ হয়ে পড়ে। মারা যাওয়া জেব্রাগুলোর সিংহভাগই মাদি। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ ও গবেষকদের মতামত চাওয়া হয়েছে। দুপুর ২টায় পার্কে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

গাজীপুর কথা