ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরকে মডেল ওয়ার্ড গড়তে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

প্রকাশিত: ১৪:২৭, ১৪ জানুয়ারি ২০২২

কালিয়াকৈরকে মডেল ওয়ার্ড গড়তে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে ওই ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।

কালিয়াকৈর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বোর্ডমিল এলাকা থেকে এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রমের উদ্বোধন করেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান।

এ সময় ২১টি বিদ্যালয় ও ১৭টি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের লোকজন অংশ গ্রহণ করেন।

অভিযানে উপস্থিত ছিলেন- ওই ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর নাজমা আক্তার, লিডা টেক্সটাইল কারখানার সিনিয়র ম্যানেজার সোহানুর রহমান সোহান, জেনিথ পি এল স্কুলের পরিচালক মফিজুর রহমান, বোর্ড মিল বাজার কমিটির সাধারণ সম্পাদক মোতালেব হোসেনসহ আরও অনেকে।

ওই ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল জানান, তিনটি পয়েন্ট প্রায় পাঁচ হাজার পরিচ্ছন্নতা কর্মী এক যোগে কাজ করছেন। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ওয়ার্ডের মতো অন্য ওয়ার্ডের কাউন্সিলররাও এ অভিযান শুরু করলে কালিয়াকৈর পৌরসভা হবে একটি পরিষ্কার পরিচ্ছন্নতা পৌরসভা। তবে এ সময় যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাসে পরিণত করার জন্য আহব্বান জানান তিনি।

গাজীপুর কথা