ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় বিদ্যালয়ের চারতলা ভবন উদ্বোধন করলেন এমপি রিমি

প্রকাশিত: ০৪:০৭, ২৮ নভেম্বর ২০২১

কাপাসিয়ায় বিদ্যালয়ের চারতলা ভবন উদ্বোধন করলেন এমপি রিমি

গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি বলেছেন, আমি বসে থাকলেও আমার মগজ বসে থাকে না, নতুন কিছু খোঁজে তোমাদের শেখাতে।
উপজেলার টোকের উলুসারা আ.কাদির ভূঞা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এর আগে অত্র বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মৌমিতা হাবিব অন্তরা স্বাগত বক্তৃতায় স্কুলের সামনের সরকারি জায়গায় থাকা দুটি বাড়ি অন্যত্র সরিয়ে প্রতিষ্ঠানের মাঠে রূপান্তর করার এবং ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে প্রতিষ্ঠানের আশপাশের কিছু রাস্তা মেরামত ও সংস্কারের দাবি জানায়।
বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেন, আমি বসে থাকলেও আমার মগজ বসে থাকে না, নতুন কিছু খোঁজে আর আমার এসব কিছুই তোমাদের জন্য, যাতে আমি তোমাদের নতুন কিছু শেখাতে পারি, নতুন কিছু দিতে পারি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও রওশন আরা সরকার, উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান পাভেল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ইউপি চেয়ারম্যান এমএ জলিল ও সিংহশ্রী ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ প্রমুখ।

গাজীপুর কথা