ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুর প্রেসক্লাবে আবারও হামলা, ভাংচুরের অভিযোগ

প্রকাশিত: ০৬:৪৫, ২৩ নভেম্বর ২০২১

গাজীপুর প্রেসক্লাবে আবারও হামলা, ভাংচুরের অভিযোগ

গাজীপুরে সরকারী ভাবে নিবন্ধিত প্রেসক্লাব থেকে অনুমোদিত কমিটির নির্বাহী এবং সাধারণ সদস্যদের হেনস্থ করে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা ক্লাবের সিসিটিভি, ফাইল কেবিনেট, চেয়ার টেবিল, কম্পিউটার, নির্বাহী কমিটির নামের বোর্ড ভাংচুর ও সভাপতি. সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং দপ্তর সম্পাদকের কক্ষে রক্ষিত গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে।
এ ঘটনা জানিয়ে সদর মেট্রো থানার পুলিশের ইনচার্জকে লিখিতভাবে অবহিত করা হয়।
সোমবার দুপুর ১২টার দিকে হামলাকারীরা ক্লাবে প্রবেশ করে ক্লাবের সাধারণ সম্পাদকে খুজঁতে থাকে এবং ক্লাবের উপস্থিত সাংবাদিকদের সাথে মারমুখি আচরণ করতে থাকে বলে জানা যায়। এসময় তারা বিভিন্ন কক্ষে প্রবেশ করে সিসিটিভি, ফাইল কেবিনেট, চেয়ার টেবিল, কম্পিউটার, নির্বাহী কমিটির নামের বোর্ড ভাংচুর এবং সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদকের কক্ষে রক্ষিত গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করতে থাকে। বর্তমান কমিটির নির্বাহী সদস্য প্রতাপ কুমার গোপ, কোষাধ্যক্ষ কামাল হোসেন বাবুল ঘটনার প্রতিবাদ করলে তারাসহ আন্যন্য সাংবাদিকদের অশ্লিল ভাষায় গালমন্দ এবং হেনস্থ করে প্রেসক্লাব থেকে বের করে দেয়ার অভিযোগ শোনা যায়।
এদিকে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
ঘটনার বিষয়ে মেট্রো সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আমি ঘটনা শুনেছি এবং ব্যবস্থা নিচ্ছি।

গাজীপুর কথা