ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালীগঞ্জে হাসপাতালে মারা যাওয়া সেই বৃদ্ধের পরিচয় জানা গেছে

প্রকাশিত: ১১:৫৬, ২১ অক্টোবর ২০২১

কালীগঞ্জে হাসপাতালে মারা যাওয়া সেই বৃদ্ধের পরিচয় জানা গেছে

গাজীপুরের কালীগঞ্জে হাসপাতালে প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যাওয়া সেই বৃদ্ধের পরিচয় জানা গেছে।
তার নাম জাফর শেখ (৭০)।  তিনি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ব্রত্তপুর গ্রামের বাসিন্দা। তিনি ৭ সন্তানের জনক ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জাফর শেখ ব্রেন স্ট্রোক করার পর দীর্ঘদিন অসুস্থ ছিলেন।  তিনি অসুস্থ হওয়ার পর গাজীপুরের টঙ্গী এলাকায় তার ছোট ছেলে জাহাঙ্গীরের বাসায় থেকে চিকিৎসা নিতেন।  গত ১৫ সেপ্টেম্বর বাসা থেকে যোহরের নামাজ পড়তে বের হয়ে তিনি নিখোঁজ হন।  তাকে অনেক খোঁজাখুজির পরও না পেয়ে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়।
২১ সেপ্টেম্বর কালীগঞ্জের নাগরী ইউনিয়নের পানজোড়া হাইওয়ে রাস্তার জোড়া পাম্প সংলগ্ন বুলু মিয়ার রড সিমেন্টের দোকানের সামনে বৃদ্ধ জাফর শেখ রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন।  স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাসানিয়া গ্রামের পেট্রিক রোজারিও মাধ্যমে হাসপাতালে ভর্তি করেন।  দীর্ঘ ২৯ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।  
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ পরিদর্শক শামীম জানান, লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  সংবাদ পেয়ে নিহতের ছেলে জাহাঙ্গীর এসে এটা তার বাবা জাফর শেখের লাশ বলে সনাক্ত করেন।  পরে বুধবার রাতে নিহতের পরিবারে কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

গাজীপুর কথা