ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত: ১৭:৫৪, ১৪ অক্টোবর ২০২১

কাপাসিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে  গাজীপুর জেলায় কাপাসিয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০ বছর পূতি  উপলক্ষে  আলোচনা সভা ও মহড়া হয়েছে।
১৩ অক্টোবর সকালে কাপাসিয়া উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠান হয়।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার একে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী শফিউর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলার পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড মো আমানত হোসেন খান।
ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, রওশন আরা সরকার, সহকারী কমিশন ভূমি রুবাইয়া ইয়াসমিন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঢাকার ইন্সপেক্টর  সাখাওয়াত হোসেন, কাপাসিয়া অফিসের স্টাফ অফিসার আউসাদ হোসেন,  উপজেলা প্রাণী সম্পদের অফিসার ডা রাশেদুজ্জামান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুস সালাম, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদার।
আলোচনা সভা শেষ সচেতনতা বৃদ্ধির মহড়ার মাধ্যমে আগ্নিকান্ড থেকে রক্ষায় প্রত্যক্ষভাবে কৌশল ও মহড়া হয়।

গাজীপুর কথা