ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে ৪টি অবৈধ করাত কলকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত: ১৬:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২১

কালিয়াকৈরে ৪টি অবৈধ করাত কলকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গাজীপুরের কালিয়াকৈরে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৪টি অবৈধ করাত কলের মালিককে প্রতিজনকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় দুইটি শ্রীফলতলী এলাকায় দুইটি করাত কলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময় ওই অবৈধ করাত কলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন বন বিভাগের চন্দ্রা বিট কর্মকর্তা শরিফ উর রহমান খান চৌধুরী, চন্দ্রা বিট অফিসের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

গাজীপুর কথা