ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে জাতীয় মহিলা পার্টির মহানগর কার্যালয়ে কর্মিসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২১

টঙ্গীতে জাতীয় মহিলা পার্টির মহানগর কার্যালয়ে কর্মিসভা অনুষ্ঠিত

যমুনা গ্রুপের চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, জাতীয় মহিলা পার্টির আহবায়ক এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, জাতীয় মহিলা পার্টি নারীদের অধিকার আদায়ে ব্যাপক ভূমিকা পালন করছে। সমাজ-সংসারে পুরুষের পাশাপাশি নারীরাও সমান ভূমিকা পালন করছেন। আমরা মা, আমরা বোন, আমরা কন্যা, আমরাই পারি সমাজ বদলাতে। আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
শুক্রবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী এরশাদনগর এলাকায় জাতীয় মহিলা পার্টির মহানগর কার্যালয়ে এক কর্মিসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, আমার সৌভাগ্য- আমি এমন এক জায়গায় কথা বলছি, আপনারা আমার নেতাকে ভালোবেসে এলাকার নাম করেছেন এরশাদনগর। আমার নেতার মায়ের নামে মজিদা সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে এখানে। আপনাদের ভাগ্যোন্নয়নে পল্লীবন্ধু এরশাদের ভূমিকা রয়েছে অতুলনীয়। তাই আপনারা স্যারের জন্য দোয়া করবেন।
জাতীয় মহিলা পার্টি গাজীপুর মহানগর শাখার সভাপতি রোকসানা পারভীন রুমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছা. পারভীন সুলতানার সঞ্চালনায় কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক স্বাস্থ্যসচিব এমএম নিয়াজ উদ্দিন বলেন, জাতীয় মহিলা পার্টিকে সুসংগঠিত করার মাধ্যমে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে। মায়েরা যেভাবে সংসার পরিচালনায় নিবেদিত থাকেন, সেই মায়েদের অধিকার আদায়ে আমরাও বদ্ধপরিকর।
কর্মিসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হেনা খান পন্নী। বিশেষ অতিথি ছিলেন- গাজীপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব মোশাররফ হোসেন (কাউন্সিলর), জয়পুরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আসমা আক্তার, সীমানা আমির, লুবনা আহমেদ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে তিতাস মোস্তফা বলেন, গুটিকয়েক দুষ্ট নারীর জন্য নারী জাতিকে অপবাদ দেওয়া ঠিক হবে না। চলমান কিছু নারীঘটিত অপ্রীতিকর ঘটনার জন্য সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে পুরুষের দায় কোনো অংশেই কম নয়। তাই নারী-পুরুষ উভয় মিলেই সমাজ গড়তে হবে।

গাজীপুর কথা