ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়া পরিবার পরিকল্পনা বিভাগের সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২১

কাপাসিয়া পরিবার পরিকল্পনা বিভাগের সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পরিবার পরিকল্পনা বিভাগের "সুখী জীবন " প্রকল্পের  আয়োজন গাজীপুর জেলার কাপাসিয়া ২ দিনব্যাপী প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা এবং গর্ভপাত পরবর্তী সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল এ প্রশিক্ষণ সমাপ্ত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রত্যাশা,কোভিড সর্তকতা,সেবার ধারণা, মাঠকর্মীদের কার্যক্রম,পরিবার পরিকল্পনার পদ্ধতি সম্পর্কে ধারণা, পরিবার পরিকল্পনা সেবা বাস্তবায়নে জেন্ডার এর ভূমিকা, প্রসব পরবর্তী ইমপ্লান্ট এবং আইইউডি পরিবার পরিকল্পনা পদ্ধতি,  কমিউনিটি পর্যায়ে জেন্ডার সমন্বিত পিপিএফফি এবং প্যাক এফপি সেবা প্রদানে মাঠ কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
গাজীপুর জেলায় ডিপিও ডা.ইশিকা তামান্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবারে পরিকল্পনা অফিসার ডা মো আবদুস সালাম সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আব্দুর রহিম, আবাসিক  মেডিকেল অফিসার ডা. মামুনুর রহমান, এমওএমসিএইচ ডা.আবু হাসান মোস্তফাসহ  প্রশিক্ষণে  অংশগ্রহণকরিরা  আলোচনা করেন।

গাজীপুর কথা