ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় ডায়েরী

প্রকাশিত: ১৬:৪২, ১০ সেপ্টেম্বর ২০২১

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় ডায়েরী

গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ আ.ক.ম মোজাম্মেল হক এমপি মহোদয়ের নাম ও ছবি ব্যবহার করে কে বা কাহারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একাধিক আইডি /পেইজ খুলে বিভিন্ন পোষ্ট করিতেছে। উক্ত বিষয়টিকে মন্ত্রী মহোদয়কে অবহিত করিলে মন্ত্রী মহোদয় জানান যে তাঁর নামে কখনো কোন ফেইসবুক আইডি বা পেইজ খুলে ব্যবহার করেন নাই এবং এখনো কোন ফেইসবুক আইডি ব্যবহার করেন না বলে জানিয়েছেন। এ বিষয়ে গত ০৫/০৯/২০২১ইং তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়। যার নং ৩৬৮।
উল্লেখ থাকে যে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা যে কোন সময় মন্ত্রী মহোদয়ের নামে খোলা ফেক আইডি গুলোতে অপ্রীতিকর, অপরাধ জনক পোষ্ট করে জনাব আলহাজ্ব এডঃ আ.ক.ম মোজাম্মেল হক এমপি মহোদয়ের সম্মানহানী করতে পারে। তাই মন্ত্রী মহোদয়ের নামে ফেক আইডি/পেইজ হতে কোন পোষ্টের জন্য মন্ত্রী মহোদয় দায়ী থাকিবে না বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দেলু।

গাজীপুর কথা