ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পূবাইলে ঝুট গুদামে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১৪:৫৭, ৫ সেপ্টেম্বর ২০২১

পূবাইলে ঝুট গুদামে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর পূবাইলের মাজুখান এলাকায় ঝুট গুদামের আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের ঢাকা জোনের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানা যায়নি।
তিনি বলেন, সোয়া ১০টার দিকে টঙ্গীর মাজুখান এলাকায় আগুন লাগার খবর জানতে পায় ফায়ার সার্ভিস। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমের কাজ শুরু করে। পরে উত্তরা থেকে একটি, গাজীপুর থেকে একটি ও হেড কোয়াটার থেকে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন যেখানে জ্বলছে সেখানেই জ্বলবে আর বাইরে যাওযার সুযোগ নেই।
আব্দুল হালিম আরও বলেন, এখানে থাকা ঝুট কাপড় পলেস্টার জাতীয়। যার জন্য আগুনে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও জ্বলে উঠে। এখানে গড়ে ওঠা ঘরগুলো পরিকল্পনা ছাড়াই তৈরি করা হয়েছে। এ ধরনের ব্যবসা করতে হলে সেখানে আগুন নেভানোর প্রয়োজনীয় ব্যবস্থা থাকা প্রয়োজন।
তিনি বলেন, শেডগুলো একীভূত হওয়ার কারণে কতগুলো ঘর পুড়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসার পর বিস্তারিত জানা যাবে।

গাজীপুর কথা