ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করেছে বন বিভাগ

প্রকাশিত: ১৭:৫৮, ২০ আগস্ট ২০২১

কালিয়াকৈরে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করেছে বন বিভাগ

গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বনের জমি উদ্ধার করেছে বন বিভাগ।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বক্তারপুর এলাকায় রয়েল গ্রিন কারখানার দখল থেকে ওই জমি উদ্ধার করা হয়।
উদ্ধার করা বনের জমিতে সামাজিক বনায়নের জন্য চারা রোপন করা হয়েছে।
বন বিভাগ সূত্রে  জানায়, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ক্ষমতার দাপটে রয়েল গ্রিন কারখানার মালিক উপজেলার কালিয়াকৈর রেঞ্জের অধীন চন্দ্রা বিটের বক্তারপুর এলাকায় ৪০০ শতাংশ  বন বিভাগের সরকারি জমি দীর্ঘদিন যাবত দখল করে রেখেছিল।
চন্দ্রা বিট কর্মকর্তা শরিফ উর রহমান খান চৌধুরী বলেন, অবৈধ দখল থেকে বনের জমি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

গাজীপুর কথা