ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালীগঞ্জে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত: ১৭:১৮, ২৭ জুলাই ২০২১

কালীগঞ্জে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিবলী সাদিক কালীগঞ্জ পৌরসভার বাজার সহ সংলগ্ন এলাকা, তুমলিয়া  ইউনিয়নের ভাদার্তী গ্রাম, সোম বাজার, বঙ্গবন্ধু বাজার, বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রাম, বাশাইর বাজার, জামালপুর ইউনিয়নের জামালপুর বাজার, চান্দেরবাগ বাজার, নারগানা বাজার, মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বাজার, চর সিন্দুর ব্রীজ ও সংলগ্ন এলাকা, মৈশার গ্রাম, একুতা গ্রাম, জাঙ্গালীয়া ইউনিয়নের আওড়াখালী বাজার, বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর বাজার, আলাউদ্দির টেক বাজারসহ উল্লিখিত ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণরোধ নিশ্চিতকল্পে সাধারন জনগণকে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার নিমিত্তে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযান পরিচালনাকালে মাস্ক ব্যবহার না করায় বিভিন্ন বাজারে ২০ জনকে ১১,৮৫০/- টাকা জরিমানা করেন । এছাড়াও দুঃস্থ রিক্সাচালক, চা বিক্রেতা ও পথচারিদের লকডাউন মেনে ঘরে অবস্থানের জন্য উৎসাহিত করতে মাস্ক বিতরণ করেন।

গাজীপুর কথা