ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে আগুনে দ্বগ্ধ তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

প্রকাশিত: ১৬:৫৮, ২৭ জুলাই ২০২১

শ্রীপুরে আগুনে দ্বগ্ধ তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দোকানে আগুন দেওয়ায় দ্বগ্ধ এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হোসেন (২৬) নামে এই তরুণ সোমবার রাতে মারা যান।

আরিফ শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামের জজ মিয়ার ছেলে।
পরিদর্শক মাহফুজ মামলার নথির বরাতে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তেলিহাটি মোড়ে ভাই ভাই ট্রেডার্সে গ্যাস সিলিন্ডার কিনতে যান স্থানীয় তোফাজ্জল। দাম বেশি চাওয়া হয়েছে এমন অভিযোগে দোকানমালিক মোজাম্মেলের সঙ্গে তোফাজ্জলের বাগবিতণ্ডা হয়।

“পরে তোফাজ্জল দলবল নিয়ে দোকানে হামলা করে এবং পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেললেও তোফাজ্জলের ভাই আরিফ ও দোকান মালিকসহ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে অগ্নিদ্বগ্ধ আরিফকে ঢাকায় পাঠানো হয়। অন্যদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।”

পরিদর্শক মাহফুজ বলেন, এ ঘটনায় নিহত আরিফের ভাই তোফাজ্জল বাদি হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। পুলিশের একাধিক দল আসামি গ্রেপ্তারে কাজ শুরু করছে।

গাজীপুর কথা