ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে ১৮ হাজার দুস্থ ও অসহায়দের মধ্যে চাল বিতরণ কর্মসূচি শুরু

প্রকাশিত: ১৬:১৫, ১৭ জুলাই ২০২১

শ্রীপুরে ১৮ হাজার দুস্থ ও অসহায়দের মধ্যে চাল বিতরণ কর্মসূচি শুরু

১৭ জুলাই শনিবার মির্জাপুর, পিরুজালী ও ভাওয়ালগড় ইউনিয়নে গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের উপস্থিতিতে ১৮ হাজার ৯৩জন দুস্থ ও অসহায়দের মধ্যে ১০ কেজি করে (ভিজিএফ) চাল ও করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য সাড়ে ৭টন চাল বিতরণ কর্মসূচি কার্যক্রম শুরু করা হয়।
ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে দুপুর ২টায় এমপি মহোদয়ের উপস্থিতিতে ১০ হাজার লোকের মধ্যে (ভিজিএফ) চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। উক্ত চাল বিতরণ কর্মসূচি প্রোগ্রামে গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল জাকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভিন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজ উদ্দিন রিয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব হাসিনা সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক । আরো উপস্থিত ছিলেন  ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন সরকার, চার নং ইউপি সদস্য আবিদ হোসেন বাবুল প্রমুখ।

গাজীপুর কথা