ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালীগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ প্রামাণ্য অনুষ্ঠান

প্রকাশিত: ১৬:৪০, ১৬ জুলাই ২০২১

কালীগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ প্রামাণ্য অনুষ্ঠান

গাজীপুরের কালীগঞ্জে তরুণ-তরুণীদের মাঝে বাল্যবিয়ে প্রতিরোধ, অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি এবং পরিকল্পিত পরিবার গঠনের সুবিধা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘তারুণ্যের কণ্ঠ’ প্রামাণ্য অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের আয়োজনে পরিবার পরিকল্পনা অধিদফতরের আইইএম ইউনিটের সহযোগীতায় এবং কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান হয়।

বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও মো. শিবলী সাদিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, শিক্ষক আব্দুর রহমান আরমান, সাংবাদিক রফিক সরকার ও অভিভাবক-শিক্ষার্থীরা।

গাজীপুর কথা