ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অপরাধে ৩ জনকে জেল ও জরিমানা

প্রকাশিত: ১৫:৩৯, ১৫ জুলাই ২০২১

কাপাসিয়ায় মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অপরাধে ৩ জনকে জেল ও জরিমানা

মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অপরাধে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্যেট মোসা. ইসমত আরা ৩ মাদক কারবারিকে কারাদণ্ড ও অর্থ দন্ড দিয়েছে।
গত ১২ জুলাই বিকেলে গোপন সংবাদ ভিত্তিতে টোক তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মো.মাজহারুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে বড়চালা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী আফাজ উদ্দিন (৬৫) ও ছাটাবর গ্রামের আশিক একই এলাকার আলীনূরকে ইয়াবা ও গাঁজাসহ বড়চালা থেকে গ্রেফতার করে।

উপজেলা নির্বাহী অফিসার মোসা ইসমত আরা জানান, সংক্রমণ রোগ আইনে আশিককে ৫ হাজার, আলী নূরকে ২০ হাজার ও মাদকদ্রব্য বিক্রয় আইন ২০১৮  অনুযায়ী  আফাজ উদ্দিন কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ মো আলম চাঁদ তথ্য নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদকমুক্ত কাপাসিয়া গড়তে সকলের সহযোগিতা কামনা করছি।

গাজীপুর কথা