ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুর সিটির ৫৭নং ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম শুরু

প্রকাশিত: ১৭:৫৮, ১২ জুলাই ২০২১

গাজীপুর সিটির ৫৭নং ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম শুরু

গাজীপুরে মশার উপদ্রব আবারও বেড়েছে। মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়ছে নগরবাসী। তাই সোমবার নগরীর ৫৭নং ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার ব্যক্তিগত উদ্যোগে মশা নিধন কার্যক্রম শুরু করেছেন। পরে টঙ্গী বাজার, সিরাজউদ্দীন স্কুল রোড, চেয়ারম্যান বাড়িসহ বিভিন্ন এলাকায় মশার স্প্রে করা হয়। এসময় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।

কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার বলেন, গত বছর এডিস মশা বিস্তারের ফলে দেশে ডেঙ্গু প্রায় মহামারির রূপ নিয়েছিল। একদিকে করোনার সংক্রমণ, অন্যদিকে ডেঙ্গু রোগী বৃদ্ধি হওয়ায় জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তাই ব্যক্তিগত উদ্যোগে ফগার মেশিন কিনে মশক নিধন কার্যক্রম শুরু করেছি।

জনসচেতনতার বিষয়টি উল্লেখ করে কাউন্সিলর বলেন, নগরবাসী যদি তাদের নিজ নিজ বাসস্থান ও আশপাশ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে এবং মশা জন্মানোর ও এর বংশ বিস্তারের সুযোগ না দেয়, তাহলে মশার উপদ্রব থেকে সহজেই রেহাই পাওয়া যেতে পারে।

গাজীপুর কথা