ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পূবাইলে চুরি করা মোটরসাইকেল ফিরেয়ে দিল চোর

প্রকাশিত: ০৫:০৮, ২ জুলাই ২০২১

পূবাইলে চুরি করা মোটরসাইকেল ফিরেয়ে দিল চোর

গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার নয়ানী পাড়ায় ভোর রাতে বাইক চুরি করে দুপুরে বাড়ির পাশে রেখে যায় রসিক চোরের সংঘবদ্ধ দল। মহানগরের পূবাইল ৪১নং ওয়ার্ডের নয়ানী পাড়ায় বাইক চুরির ৬ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া বাইকটি ফিরে পাওয়ায় এলাকায় তোলপাড় ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বুধবার সকালে বিষয়টি পূবাইল থানার ওসি  মহিদুল ইসলামকে জানালে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করে চোর চক্রটির আটক করতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে স্থানীয় সাংবাদিক আখতার হোসেনের নয়ানী পাড়ার বাসভবনের নিচতলার গাড়ি পার্কিংয়ে।

জানা যায়, সিসি ক্যামেরার তার বিচ্ছিন্ন করে অভিনব কায়দায় এই চুরি সংঘটিত হয়।এ সময় ভবনের নিচতলার পার্কিংয়ে থাকা ভাড়াটিয়া সুমন আহমেদের টিভিএস এপাচি (১৫০সিসি) বাইকটি মেইন গেট খুলে নিয়ে যায় চোরেরা। পরে পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চুরি যাওয়া বাইকটি পাশের বাড়ির নির্মল ঘোষের বাড়ির পিছনে রাস্তার পাশে রেখে যায় চোরেরা।

পূবাইল থানার এসআই সাইদুর রহমান জানান, বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় বাইক চুরি করে ফিরিয়ে দেয়ার ঘটনা পূবাইলে এটাই প্রথম।

গাজীপুর কথা