ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে বন বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ

প্রকাশিত: ০৬:১৪, ২৯ জুন ২০২১

কালিয়াকৈরে বন বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোডমিল এলাকায় বন বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে উঠা ৭০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে এসব দোকান-পাট উচ্ছেদ করা হয়। 

জানা যায়, বন বিভাগের নিজস্ব তিন একর জমিতে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি খাদেম আলী নামে একটি মার্কেট গড়ে তোলেন। সেখানে ৭০টি দোকান তোলা হয়। আজ বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে দেন। এদিন রাস্তার দু’পাশে গড়ে উঠা দোকানগুলো ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি দোকানের মালগুলো জব্দ করা হয়।

আজকের উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন গাজীপুরের সহকারী বন সংরক্ষক সাজেদুল ইসলাম, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন, চন্দ্রা বিট কর্মকর্তা মো. শরিফুল রহমান খান চৌধুরী, মৌচাক বিট কর্মকর্তা মুশফিকুর রহমান মানিক, চন্দ্রা স্টেশন কর্মকর্তা  মঞ্জুরুল ইসলাম, রঘুনাথপুর বিট কর্মকর্তা নূর মোহাম্মদসহ বন বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা।

গাজীপুর কথা