ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ফেসবুকপেইজে লোভনীয় শাড়ীর বিজ্ঞাপন দিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ২

প্রকাশিত: ১৬:০০, ২৮ জুন ২০২১

ফেসবুকপেইজে লোভনীয় শাড়ীর বিজ্ঞাপন দিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ২

ফেসবুকে ফেসবুকপেইজ খুলে লোভনীয় নানা রঙের শাড়ীর বিজ্ঞাপন দিয়ে অর্থ আত্মসাৎ চক্রের এক নারী সদস্যসহ দুই ব্যক্তিকে সোমবার গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। ডিজাইন ফ্যাশান নামের ফেসবুক পেইজে এ ঘটনা দিনের পর দিন ঘটিয়ে যাচ্ছিল এ প্রতারক চক্র। গ্রেফতারকৃতরা হলো অন্তরা খানম (২২), পিতা-মোঃ কামাল গাজী, কারিমুল গাজী (২৬), পিতা-মোঃ কামাল গাজী।

গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী জোনের উপপুলিশ কমিশনার ইলতুৎমিশ জানান, প্রতারক চক্রটি ফেইসবুক পেইজে বিভিন্ন সময়ে আর্কষনীয় পোশাক বিক্রয়ের লোভনীয় অফার দিয়ে অর্থ আত্মসাৎ করে আসছিল। থানায় গ্রাহকদের অভিযোগের জানা যায়, ফেইসবুক পেইজে ধামাকা অফার, সীমিত সময়ের জন্য পাছেন, ৫০% ডিসকাউন্ট, যে কোন ২ টি শাড়ি অর্ডার করলে পাচ্ছেন, ১০% ডিসকাউন্ট, ইন্ডিয়ান মসলিন সিল্ক শাড়ি এর বাহারি সব পণ্য দুরদান্ত অফার, ঘরে বসেই অর্ডার দিন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ডেলিভারি চার্জ ১৫০ টাকা আগে বিকাশ করতে হবে মর্মে এমন লেখা থাকতো বিজ্ঞাপন গুলোতে। কিন্তু চক্রটি ৫০% টাকা আগে বিকাশে নিয়ে কোন মালামাল সরবরাহ করতো না গ্রাহকদের। আবার কাউকে দিলেও কম দামী শাড়ী পাঠিয়ে দিতো। চক্রটিকে ডিএমপি ঢাকার পল্লবী থানার ইস্টান হাউজিং এলাকা থেকে গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে ১১ টি নিম্ন মানের বিভিন্ন রংয়ের শাড়ি, বিক্রিত মালামালের টাকার খসড়া হিসাবের খাতা, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গাজীপুর কথা