ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে ফজরের নামাজে গিয়ে মুসল্লিরা পেলেন ফুটফুটে শিশু

প্রকাশিত: ১৭:২৭, ২২ মে ২০২১

কালিয়াকৈরে ফজরের নামাজে গিয়ে মুসল্লিরা পেলেন ফুটফুটে শিশু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া দক্ষিণপাড়া সামাজিক বনায়ন জামে মসজিদের অজুখানার পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোর ৫টার দিকে এলাকার মুসল্লিরা মসজিদে ফজরের নামাজ পড়তে গেলে মসজিদের পাশেই অজুখানার সামনে ওড়না দিয়ে জড়ানো ফুটফুটে একটি নবজাতককে দেখতে পান। প্রথমে বাচ্চাটিকে দেখতে পান ওই এলাকার শফিক নামে এক মুসল্লি। তার ডাকে তাৎক্ষণিক স্ত্রী এসে দেখতে পান নবজাতক একটি ওড়না জড়ানো অবস্থায় পড়ে আছে। একপাশ দিয়ে বাচ্চার পা দেখা যাচ্ছে। তখন সম্পূর্ণ ওড়না সরিয়ে দেখেন ফুটফুটে একটি মেয়ে বাচ্চা।

বাচ্চাটিকে কোলে নিয়ে তিনি ধারণা করেন হয়তো দুই-এক ঘণ্টা আগে প্রসব হয়েছে। কে বা কারা বাচ্চাটি ওখানে রেখে গেছে কেউ বলতে পারেনি। পরে শফিকের চাচা এসএম মজিদ মসজিদে নামাজ পড়তে এসে ভাতিজার কোলে একটি নবজাতক দেখেন। এ সময় তিনি তাকে লালন-পালনের জন্য নিতে চান।

এ বিষয়ে এসএম মজিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়ে নেই, আমি বাচ্চাটি লালন-পালন করব এবং মাদ্রাসায় পড়ালেখা করাব। আমি আমার ১নং ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি।

ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাকিম বলেন, এসএম মজিদ সকালবেলা আমার বাসায় এসে জানান তাদের বাড়ির পাশে মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়ে অজুখানার পাশে একটি নবজাতক পেয়েছেন। বাচ্চাটি মজিদ লালন পালন করতে চান। তাকে চিকিৎসককে দেখানোর পরামর্শ দিয়েছি। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলব।

গাজীপুর কথা