ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় বেপরোয়া গতিতে বাইক চালানোয় জরিমানা

প্রকাশিত: ১০:৪৮, ১৫ মে ২০২১

কাপাসিয়ায় বেপরোয়া গতিতে বাইক চালানোয় জরিমানা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বেপরোয়া গতিতে বাইক চালানো, সামাজিক দূরত্ব না মানা ও আড্ডা দেওয়ার অভিযোগে ১২ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৪ মে) বিকেলে উপজেলার তরগাঁও ব্রিজের ওপর অভিযান চালিয়ে এ জরিমানা করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা জানান, ঈদকে কেন্দ্র করে উঠতি বয়সী ছেলেরা মাস্ক পরিধান না করে আড্ডা দিচ্ছে ও তরগাঁও ব্রিজের ওপর বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছে বলে জানতে পারেন তিনি।

পরে ব্রিজের ওপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বেপরোয়া গতিতে বাইক চালানো, সামাজিক দূরত্ব না মেনে আড্ডা দেওয়া ও মাস্ক পরিধান না করার অভিযোগে ১২ জন কিশোর-যুবককে ৫ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়। 

তিনি জানান, ঈদকে কেন্দ্র করে এ ধরনের গণজমায়েত বন্ধে কাপাসিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

গাজীপুর কথা