ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে তিনটি কলোনির ২৪টি কক্ষ পুড়ে গেছে

প্রকাশিত: ১৭:০৪, ১০ মে ২০২১

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে তিনটি কলোনির ২৪টি কক্ষ পুড়ে গেছে

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে তিনটি কলোনির অন্তত ২৪টি কক্ষ পুড়ে গেছে। শনিবার (৮ মে) সকালে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে জসিম উদ্দিন ইকবাল কলোনির ভাড়াটিয়া তুহিনের স্ত্রী সিলিন্ডার গ্যাসে রান্না করছিল। হঠাৎ ওই সিলিন্ডারটি লিকেজ হয়ে আগুন জ্বলে ওঠে। মুহূর্তে পাশের সজল ও সাইদুল ইসলামের কলোনিতেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কলোনি বেশিরভাগ কক্ষ তালাবন্ধ থাকায় ভাড়াটিয়াদের টিভি, ফ্রিজ, তৈজসপত্র পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, আগুনে তিনটি কলোনির অন্তত ২৪টি কক্ষের ভেতরের মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

গাজীপুর কথা