ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পুলিশ স্মৃতিসৌধে পুনাকের পুষ্পস্তবক অর্পণ

প্রকাশিত: ০৪:১২, ২০ ডিসেম্বর ২০২১

পুলিশ স্মৃতিসৌধে পুনাকের পুষ্পস্তবক অর্পণ

দেশের স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (১৯ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান পুনাক সভানেত্রী জীশান মীর্জা। এ সময় পুনাকের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী একযোগে আক্রমণ চালিয়েছিলো ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন্স, পিলখানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে রাজারবাগেই তারা প্রথম প্রতিরোধের সম্মুখীন হয় বাঙালি পুলিশ সদস্যদের দ্বারা। একই সঙ্গে পুলিশ সদস্যরা বেতার যন্ত্রের মাধ্যমে ঢাকা আক্রান্ত হওয়ার বার্তা সারাদেশের থানাগুলোতে পৌঁছে দিলে প্রতিরোধ যুদ্ধ ছড়িয়ে পড়ে সারাদেশে।

গাজীপুর কথা

আরো পড়ুন