ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বোতলের ছিপি দিয়ে অসাধারণ দেয়ালচিত্র

প্রকাশিত: ০৭:০৮, ১৬ মার্চ ২০২০

বোতলের ছিপি দিয়ে অসাধারণ দেয়ালচিত্র

বোতলের ছিপি যে মোটেই ফেলনা কিছু নয় প্রমাণ করে দিয়েছেন ভেনিজুয়েলার অস্কার অলিভেয়ারস। দুই লাখ বোতলের ছিপি দিয়ে ২৩ বছর বয়স্ক এই শিল্পী বানিয়েছেন অসাধারণ এক দেয়ালচিত্র। অলিভেয়ারস সব সময়ই পরিবেশ-সচেতন মানুষ। স্থানীয় পরিবেশবাদী সংগঠন অকোস্পিরির সহায়তায় বিশাল এই দেয়ালচিত্র তৈরি করতে তাই বেছে নিয়েছেন নবায়ন করা প্লাস্টিকের ছিপিগুলোকে।

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের প্লাজা এসকালোনার ছোট্ট এক চত্বরে বানিয়েছেন ওই দেয়ালচিত্র। ম্যুরালটির মোট দৈর্ঘ্য ৪৫ মিটার, চওড়া জায়গাভেদে সাড়ে তিন থেকে সোয়া সাত মিটার। দেয়ালচিত্রটিকে মনের মতো করে বানাতে শিল্পীকে ধাপে ধাপে নানা ধরনের কাজ করতে হয়েছে। বিভিন্ন রঙের ছিপিও জোগাড় করতে হয়েছে। ফলাফল নিজেদের পরিবেশে বিচরণ করা ম্যাকাউ পাখিদের অসাধারণ এক ছবি। সঙ্গে আছে সূর্যমুখী ফুল, এল আভিলা উদ্যানের পাহাড়রাজি, চন্দ্রালোকিত আকাশের পটভূমিতে সবুজের রাজ্যে ডুবে থাকা গোটা দুয়েক দালানসহ ছোট ছোট আরো নানা উপাদান। ‘আঁকার সময় আমি খুবই হাসি-খুশি থাকি, চাই দর্শকরা যখন আমার শিল্পকর্ম দেখতে আসে তাদেরও যেন একই অনুভূতি হয়।’ বলেন অলিভেয়ারস।

গাজীপুর কথা

আরো পড়ুন