ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বাংলাদেশে ঘুরতে এসে একসাথে ১০ হাজার কলা কিনলেন কানাডিয়ান

প্রকাশিত: ০৬:২০, ১০ মার্চ ২০২০

বাংলাদেশে ঘুরতে এসে একসাথে ১০ হাজার কলা কিনলেন কানাডিয়ান

শিরোনাম পড়ে হয়তো অবাক হয়েছেন। কানাডিয়ার ট্রাভেল ব্লগার মাইক কোরি বাংলাদেশে এসে ১০ হাজার কলা কিনেছেন এক দিনেই।
‘বায়িং ১০,০০০ ব্যানানা ইন বাংলাদেশ’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছেন মাইক কোরি। ভিডিওতে দেখা যায়, কলার কেনার উদ্দেশ্যে ভোরে রাজধানীর কারওয়ান বাজারে যান তিনি। সেখানকার পাইকারি ব্যবসায়ী মোহাম্মদ সামির হোসেন, জাকির হোসেন, মো. কামাল ‍উদ্দীন ও জুয়েল রানার কাছ থেকে কলাগুলো সংগ্রহ করেছেন।

এসব কলা কী করেছেন এ ব্লগার? একটি ছোট কাভার্ড ভ্যান ভাড়া করে কলাগুলো পৌঁছে দিয়েছেন বনানীর কড়াইলে অবস্থিত জাগো ফাউন্ডেশন স্কুলে। শুধু কলা নয়, ডিম, রুটিসহ আরো কয়েক পদ নিয়ে যান মাইক কোরি।

কানাডিয়ান এ ফুড ব্লগার তার ভিডিওর ডেসক্রিপশনে লিখেছেন, আমরা এক সপ্তাহ ধরে বাংলাদেশে ভ্রমণ করেছি। আজ আমরা ১০ হাজার কলা কিনেছি! যা দেশটির ক্ষুধার্ত বাচ্চাদেরকে দেয়া হয়েছে। এর আগে আমরা পর্যাপ্ত অর্থ সংগ্রহ করেছি।

ভিডিওটি দেখুন-

 

গাজীপুর কথা

আরো পড়ুন