ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পদ্মাসেতু উদ্বোধন

ইতিহাসের সাক্ষী হতে ২৫০ কিলোমিটার সাইকেল রাইড

প্রকাশিত: ১৯:৫৯, ২৪ জুন ২০২২

ইতিহাসের সাক্ষী হতে ২৫০ কিলোমিটার সাইকেল রাইড

বরগুনা সার্কিট হাউজ থেকে রাইড শুরু করেন দুই সাইক্লিস্ট

পদ্মাসেতু উদ্বোধনের সাক্ষী হতে সাইকেল চালিয়ে বরগুনা থেকে মাদারীপুরের শিবচরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দুই শিক্ষার্থী আবিদ হাসান ও রায়হান খান। তারা বরগুনা সাইক্লিং কমিউনিটির সদস্য।

শুক্রবার সকাল ৮টার দিকে বরগুনা সার্কিট হাউজ থেকে রাইড শুরু করেন সাইক্লিস্ট আবিদ হাসান ও রায়হান খান।

সাইক্লিস্ট আবিদ হাসান বলেন, স্বপ্নের পদ্মাসেতু আমাদের অহংকার। ২৫ জুন উদ্বোধনী অনুষ্ঠানে অনেকেই বাস, লঞ্চ বা বিভিন্ন মাধ্যমে যুক্ত হবে। আমরা সাইকেল চালিয়ে সেখানে গিয়ে দিনটি স্মরণীয় করে রাখতে চাচ্ছি।

আরেক সাইক্লিস্ট রায়হান খান বলেন, এ রাইড আমাদের জন্য চ্যালেঞ্জের। আগে কখনো একদিনে ২৫০ কিলোমিটার রাইড দেওয়া হয়নি। পদ্মাসেতু উদ্বোধন কোটি হৃদয়ের আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন। আমরা দিনটিকে আরো স্মরণীয় করতেই সাইকেল রাইডের পরিকল্পনা করেছি।