ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পুড়ে যাওয়া জুতার কারখানার অনুমোদন ছিলো না

প্রকাশিত: ০৪:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০২২

পুড়ে যাওয়া জুতার কারখানার অনুমোদন ছিলো না

ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় আগুনে পুড়ে যাওয়া জুতা তৈরির কারখানাটির কোন অনুমোদন ছিলো না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার রাতে কারখানাটি পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

ওই দিন বিকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোডে আগুনে পুড়ে যাওয়া ‘ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২’ নামের জুতার কারখানায় তিন শ্রমিক প্রাণ হারিয়েছেন। দগ্ধ হয়েছেন আরও অন্তত ১২ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, কারখানায় আগুনে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। কারখানার কোন অনুমোদন ছিলো না। অগ্নিকাণ্ডের পরই এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। স্থানীয়রাও কারখানার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আমাদের জানিয়েছেন। এখানে অনেক শিশু শ্রমিক দিয়ে কাজ করানো হতো। এছাড়া কারখানা ঘুরে অগ্নিনির্বাপন কোন ব্যবস্থাও আমরা পাইনি। বিনা অনুমতিতে নিয়মনীতির তোয়াক্কা না করে তারা শিল্পায়ন করেছে। এভাবে চলতে দেওয়া যায় না। আমরা এ ধরনের অনুমোদনহীন কারখানা যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো। ইতোমধ্যে আশুলিয়া থানা পুলিশকে এ ঘটনায় মামলা নেয়ার বিষয়ে বলা হয়েছে। পুলিশ এ বিষয়ে কাজ করছেন।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।

বুধবার বিকাল সোয়া ৫টার দিকে আশুলিয়ার আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোড এলাকায় জুতার কারখানা ‘ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২’-এ আগুন ধরে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে তিন জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অন্তত ১২ জন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার গোপ।

তারা হলেন, টাঙ্গাইল জেলার সদর থানার মালতী পাড়া গ্রামের ইমরাত হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার (১৫) এবং খুলনা জেলার পাইকগাছা থানার খড়িয়া গ্রামের হামিদ মিয়ার স্ত্রী শাহানারা বেগম (৪৫)।

গাজীপুর কথা

আরো পড়ুন