ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৬:০৩, ১২ জানুয়ারি ২০২২

রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া তিতাস গ্যাস কার্যালয়ের একটি প্রতিনিধি দল ৭ কিলোমিটার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) অভিযানে ২টি ২" ৭০০ ফিট ও একটি ১" ডায়া ৬০০ ফিট অবৈধ বিতরণ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় ৭ কিলোমিটার ব্যাপী ৩, হাজার অবৈধ আবাসিক সংযোগ বন্ধ হয়েছে।
তিতাস গ্যাস সোনারগাঁও বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুয আলম এর নেতৃত্বে মঙ্গলবার দিনব্যাপী আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কুমাড়পাড়া ও খানপাড়া এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন-তিতাস গ্যাস সোনারগাঁও কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মেসবাহ্ উর রহমান, প্রকৌশলী রিফাত আব্দুল্লাহ প্রমুখ।

গাজীপুর কথা

আরো পড়ুন