ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

এক হাজার মানুষকে খাদ্যসামগ্রী দিলেন মেয়র আতিক

প্রকাশিত: ১৬:২৪, ২৩ আগস্ট ২০২১

এক হাজার মানুষকে খাদ্যসামগ্রী দিলেন মেয়র আতিক

রাজধানীর কাফরুলে এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
সোমবার (২৩ আগস্ট) উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় মাঠে কর্মহীন, গরিব, অসহায় ও দুস্থদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতিকুল ইসলাম বলেন, স্বেচ্ছাসেবক লীগের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবেই আজ কর্মহীন, গরিব, অসহায় ও দুস্থ এক হাজার মানুষের মাঝে চাল, ডাল, আলু, সয়াবিন তেল ও লবণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। মানবিক দায়িত্ববোধ থেকেই সুখে-দুঃখে সবসময় জনগণের পাশে থাকতে চাই। তবে নৈতিক দায়িত্ববোধ থেকেই সমাজের বিত্তবানদের বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত।

প্রধান অতিথি হিসেবে নিজের গুরুত্বপূর্ণ বক্তব্য শেষে ডিএনসিসি মেয়র কর্মহীন, গরিব, অসহায় ও দুস্থদের হাতে উপহার সামগ্রীর প্যাকেট তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল আলম সাচ্চু ও স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

গাজীপুর কথা

আরো পড়ুন