ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কারজয়ীদের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

প্রকাশিত: ২৩:১৬, ২৪ জানুয়ারি ২০২৩

জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কারজয়ীদের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কারজয়ীদের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে সংযুক্ত আরব আমিরাতের সম্মানজনক ‘জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কার’ অর্জন করায় ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজের বিজয়ী দল ও প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশ‌নের কয়েকজন নির্বাহী সদস্য শিক্ষার্থী সাক্ষাৎ ক‌রেন। এ সময় মন্ত্রী তাদের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠাটির বিজয়ী দলসহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি দুটি ক্যাটাগরিতে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান ‘জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কার’ অর্জন করায় বাংলাদেশের মর্যাদা বিশ্ব পরিমণ্ডলে আরও উজ্জ্বল হয়েছে। 

পররাষ্ট্রমন্ত্রী বিজয়ী দলের উদ্ভাবনী কাজের প্রশংসা করে বলেন, এই সফলতা দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও তাদের মেধার সর্বোত্তম ব্যবহার ও সৃষ্টিশীলতার মাধ্যমে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করতে উৎসাহিত করবে।