ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

চাকরির আবেদনের ১০ বছর পর ডাকযোগে এলো পরীক্ষার প্রবেশপত্র

প্রকাশিত: ২১:৫৮, ২৪ নভেম্বর ২০২২

চাকরির আবেদনের ১০ বছর পর ডাকযোগে এলো পরীক্ষার প্রবেশপত্র

সংগৃহীত ছবি

প্রায় ১০ বছর আগে চট্টগ্রাম কাস্টমসে সিপাহী পদে চাকরির আবেদন করেন সালাহ উদ্দিন রুবেল। মাস পেরিয়ে বছর গেলেও মেলেনি কোনো সাড়া। অবশেষে ডাকযোগে এলো পরীক্ষার প্রবেশপত্র।  

বৃহস্পতিবার সকালে ডাক পিয়নের মাধ্যমে প্রবেশপত্রটি হাতে পান রুবেল। তিনি চট্টগ্রামের মীরসরাই উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মোটবাড়িয়া এলাকার শাহদাৎ হোসেনের ছেলে।

রুবেল বলেন, ২০১২ সালে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে চট্টগ্রাম কাস্টমসে সিপাহী পদে আবেদন করি। এরপর কয়েক বছর পার হলেও প্রবেশপত্র আসেনি। আমি ধরে নিয়েছিলাম সে পদে আর পরীক্ষা দেওয়া হবে না। বৃহস্পতিবার সকালে ডাক বিভাগে আসা চট্টগ্রাম কাস্টমস হাউজের পরিচালকের চিঠি হাতে পেয়ে খুলে অবাক হলাম। ১০ বছর পর হাতে পেলাম পরীক্ষার প্রবেশপত্র।

চিঠিতে লেখা রয়েছে, আগামী ১২ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র চট্টগ্রাম শহরের সাগরিকা এলাকার কাস্টমস হাউজ অফিস।

বর্তমানে রুবেল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রাম কাস্টমস হাউজের কাস্টমস কমিশনার মোহাম্মদ ফয়জুর রহমান বলেন, আমাদের দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। একটি ২০১৪, আরেকটি ২০১৭ সালে। এরপর বিভিন্ন জটিলতার কারণে নিয়োগ হয়নি। অবশেষে হচ্ছে সেই নিয়োগ।