ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

তাদের মনোবাসনা সফল হতে দেব না: নতুন আইজিপি

প্রকাশিত: ০০:১৩, ৫ অক্টোবর ২০২২

তাদের মনোবাসনা সফল হতে দেব না: নতুন আইজিপি

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প যেন ছড়িয়ে পড়তে না পারে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সবাই সচেতন আছে।

পুলিশপ্রধান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতিতে অবিচল থেকে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনসহ সবাই মিলে একসঙ্গে দায়িত্ব পালন করছে। এই দায়িত্ব পালনের কারণে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ দমনে বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের আমলাপাড়া এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘কিছু সংখ্যক দুষ্কৃতকারী যখনই সুযোগ পায় অপকর্মে লিপ্ত হয়।হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন এবং ঐতিহ্য আমরা গড়ে তুলেছি, সেটি নষ্ট করতে চায়। কিন্তু তাদের এই মনোবাসনা এই দেশে সফল হতে দেব না।

তিনি আজ রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত দেশের সব পূজামণ্ডপে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি সাইদুর রহমান, জেলা প্রশাসক মনজুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, আমলাপাড়া পূজামণ্ডপের সভাপতি প্রবীর কুমার সাহা প্রমুখ।