ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং এছাড়াও .....

প্রকাশিত: ১৪:০৬, ১৮ জুলাই ২০২২

মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং এছাড়াও .....

লোডশেডিং

জ্বালানি তেলের খরচ সাশ্রয়ে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন স্থগিত রেখে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হতে যাচ্ছে।

সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের জানান, আজ থেকেই ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থগিত করার পাশাপাশি আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হবে।  

লোকসান কমাতে সপ্তাহে একদিন পেট্রাল পাম্পগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি অফিসে কমবে কর্মঘণ্টা। এছাড়াও গাড়িতে তেলের ব্যবহার বন্ধে ও রাট ৮তার পর শপিংমল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।