ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

২৬ জুন, শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ১৩:৩৪, ২৬ জুন ২০২২

২৬ জুন, শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী

শহীদ জননী জাহানারা ইমাম

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বরেণ্য কথাশিল্পী শহীদ জননী জাহানারা ইমামের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার।

১৯২৯ সালের ৩ মে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক রক্ষণশীল মুসলিম পরিবারে তাঁর জন্ম। জাহানারা ইমামের লেখা ‘একাত্তরের দিনগুলি’ মুক্তিযুদ্ধের অন্যতম প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃত।

দেশভাগের আগেই জাহানারা ইমামের পরিবার পূর্ববাংলায় চলে আসে।

১৯৪৪ সালে রংপুরের কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রবিবার সকালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মহানগর নেতারা মিরপুরে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। দিনটিকে কেন্দ্র করে স্মারক বক্তৃতা ও আলোচনাসভার আয়োজন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।