ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

১৫ গাড়ি নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ল ফেরি

প্রকাশিত: ০৩:৪৪, ৬ মে ২০২২

১৫ গাড়ি নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ল ফেরি

ইঞ্জিন বিকল হয়ে ছোট-বড় ১৫টি গাড়ি নিয়ে পদ্মা নদীর মাঝখানে আটকা পড়েছে ফেরি ‘ফরিদপুর’। এতে আতঙ্কে রয়েছেন শত শত যাত্রী।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে লৌহজং টার্নিং পয়েন্টের কাছাকাছি এ ঘটনা ঘটে। তবে এখনো ফেরিটি উদ্ধার করা হয়নি।

ফেরি আটকা পড়ায় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ১৫টি যানবাহন ও যাত্রী নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল ফেরি ‘ফরিদপুর’। লৌহজং টার্নিং পয়েন্টের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ফেরির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ফেরিটি মাঝ পদ্মায় ভাসতে থাকে। তবে চেষ্টা চালিয়ে কৌশলে ফেরিটি নদীর পাড়ে নিয়ে যান এর মাস্টার। এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাবাজার ফেরিঘাট টার্মিনাল সুপারভাইজার মো. কামরুল ইসলাম জানান, ফেরিটিকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। যাত্রীরা নিরাপদে রয়েছেন। আইটি জাহাজ দিয়ে ফেরিটি শিমুলিয়া ঘাটে টেনে নেয়ার চেষ্টা চলছে।

গাজীপুর কথা